Ads

শিরক থেকে বাঁচার উপায়

 শিরক থেকে বাঁচার উপায়



খতিব, পীর  ইয়ামেনী জামে মসজিদ, গুলিস্তান, ঢাকা
মুহাম্মদ রুবায়েত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রশ্ন : আমি মাঝে মাঝে কল্পনার রাজ্যে কিছু শিরক বিষয় বা আল্লাহর সঙ্গে  অংশীদারের পাপে জড়িয়ে পড়ি। পরে মনে মনে খুবই অনুতপ্ত হই এবং কি কর্তব্য বিমূঢ় হয়ে পড়ি। এ থেকে বাঁচার  উপায় কী?

উত্তর : কখনো কখনো শয়তান মানুষকে শিরক এর বা আল্লাহর সঙ্গে  অংশীদারের কল্পনায় ডুভিয়ে দেয়। হাদিসে বর্ণীত হয়েছে, নবী করিম (সঃ) এরশাদ করেন, শয়তান বলে, এটা কে স্রষ্টি করেছে? অতঃপর তাকে কে সৃষ্টি করেছে? এমন কি বলে, তোমাকে প্রভুকে কে সৃষ্টি করেছে? আল্লাহর রাসুল (সঃ) এরুপ কল্পনা মনে এলে তা থেকে উত্তরণের পথ বলে দিয়েছেন তা হচ্ছে,‘আউজুবিল্লাহি মিনাশ শায়তানির রাজিম’ । এটা পড়া এবং শিরক এর কল্পনা থেকে বাঁচার ওষুধ। বিশেষভাবে যখনই মনের মাঝে কোনো কুফরি ও শিরকির কথা আসবে তখন আউজুবিল্লাহ পড়বে। নিজেকে সব সময় এ ভ্রান্ত কল্পনা থেকে দূরে রাখবে। শয়তানি কুমন্ত্রণার দিকে মনোযোগী হবেনা । এ ছাড়া সব সময় পবিত্র অবস্তায় থাকার চেষ্টা করবে । এবং নামাজ এর গুরুত্ব দিবে। এটা পরম সত্য যারা নামাজে গুরুত্ব দেয় না , তারা পবিত্রতার প্রতি মনোযোগী হয়না তাদের মনে শয়তান বেশী বেশী ধুকা দেয়। আর একটা কথা মনে রাখবে শয়তান মানুষের প্রকাশ্য শত্রু।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url